জাবিতে ছাত্রলীগ কর্মীকে মারধর, দোকানপাট ভাঙচুর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করাকে কেন্দ্র করে দোকনপাটে ভাঙচুর চালিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ছাত্রলীগের যে কর্মীকে মারধ করা হয়েছে তার নাম মো. নাহিদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের কর্মী তিনি। প্রত্যক্ষদর্শী ও হলের ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাহিদ গেরুয়া এলাকায় নাস্তা করতে গেলে হোটেলে বসা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রাসেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রাসেল নাহিদকে কিল-ঘুষি মেরে আহত করেন।
পরে নাহিদ হোসেন হলের ছাত্রদের বিষয়টি জানালে শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সজীব কুমার সাহা ও নাটক ও বিতর্ক বিষয়ক সম্পাদক আব্দুল মাজেদ সীমান্তের নেতৃত্বে ওই হলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী গেরুয়া এলাকায় চার-পাঁচটি দোকন ও গাড়ি ভাঙচুর করে এবং বাজারের সব দোকান কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেন। রাসেলের মেসেও ভাঙচুর চালানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সজীব কুমার সাহা দোকান ভাঙচুরের কথা অস্বীকার করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, নাহিদ একটা আবেদন করেছে। আবেদনের প্রেক্ষিতে আমরা জরুরি মিটিং করেছি।
হাফিজুর রহমান/এনএফ/এমএস