ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রক্তদাতার সন্ধান দেবে বাঁধন অ্যাপ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৮ নভেম্বর ২০২৩

সারাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজসহ ৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’। ২০২২ সালে ৬০ হাজার ৬৯৪ ব্যাগ রক্ত সরবরাহহ করেছে সংগঠনটি। গত ২৬ বছরে ১০ লাখ ৪৩ হাজার ব্যাগ রক্ত সরবরাহ করা হয়েছে। এছাড়া এ সময়ে ২২ লাখ ৪৭ হাজার মানুষকে রক্তের গ্রুপ জানানো হয়েছে। এবার রক্ত প্রাপ্তি সহজ করতে চালু করতে যাচ্ছে বাঁধন অ্যাপ।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে বাধন অ্যাপ উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন কর হয়। আগামীকাল বিকেল ৪টায় লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বাঁধন অ্যাপের উদ্বোধন করার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাধন ফাউন্ডেশনের সভাপতি রকিব আহমেদ। তিনি বলেন, বাঁধন অ্যাপ স্বেচ্ছায় রক্তদান আন্দোলনে নতুন সংযোজন। যার মাধ্যমে সেবাগ্রহীতারা খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে নিজেই রক্তদাতার সন্ধান করতে পারবেন। দেশের যে কোনো জায়গা থেকে রোগীর অবস্থানের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় রক্তদাতার সন্ধান দেবে এ অ্যাপ। রোগীর অবস্থানের পার্শ্ববর্তী রক্তদাতা খুঁজতে রোগীর অবস্থানকৃত হাসপাতালের নাম ইনপুট দিতে হবে ডিজিটাল চাহিদাপত্রে। এ অ্যাপের মাধ্যমে রক্তদাতা ও রক্তগ্রহীতা সরাসরি নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করে উপকৃত হবে।

স্বেচ্ছায় রক্তদানের ২৬ বছরের অভিজ্ঞতার আলোকে রক্তদাতা ও রক্তগ্রহীতাদের বিবেচ্য ইস্যুগুলো বিবেচনা করে বাঁধন অ্যাপ তৈরি করা হয়েছে; যার মূল ফোকাস ছিল রক্তদাতার সর্বনিম্ন ত্যাগের বিনিময়ে রক্তগ্রহীতা/সন্ধানকারীর সঙ্গে কম সময়ের মধ্যে সংযোগ স্থাপন।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে বাঁধন অ্যাপে সারাদেশের ৬৪টি জেলা থেকে প্রায় ৬০,০০০ রক্তদাতার তথ্য ইনপুট দেওয়া আছে এবং প্রতিদিন এ সংখা বাড়ছে এবং প্রতিনিয়ত বাড়তে থাকবে। প্রতি বছরে বাঁধনের কার্যক্রম আছে এমন ইউনিটগুলোর নবীন ছাত্রদের মধ্য থেকে নতুন রক্তদাতা এ অ্যাপ-এ যুক্ত হতে থাকবে। এছাড়াও রক্তদাতা অনুসন্ধান করতে যারা রেজিস্ট্রেশন করবে তারাও চাইলে রক্তদাতা হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবে।

এভাবে নতুন রেজিস্ট্রেশনের মাধ্যমে রক্তদাতার সংখ্যা বাড়তে থাকবে। রক্তদাতার তথ্যের পাশাপাশি দেশের ৬৪ জেলার ২০০০ হাসপাতালকে অ্যাপের ডেটাবেজে সংরক্ষণ করা হয়েছে।

অ্যাপের সার্চিং অ্যালগরিদম এমনভাবে করা হয়েছে যে কম সময়ের মধ্যে রক্তদাতার সন্ধান পাওয়ার জন্য হাসপাতাল সমূহের জিওলোকেশন ও রক্তদাতার বর্তমান ঠিকানা বিবেচনায় নিয়ে রক্তদাতা অনুসন্ধান করবে। যার ফলে রোগীর চিকিৎসাধীন হাসপাতালের আশপাশে অবস্থানকারীদের মধ্য থেকে রক্তদাতা সন্ধান করা যাবে; যা প্রচলিত সেবাদানকারী অন্যান্য অ্যাপ থেকে বাঁধন অ্যাপকে অনন্য করবে।

যেভাবে রক্তদাতার সন্ধান পাওয়া যাবে:
রক্তদাতা অনুসন্ধানে রক্তগ্রহীতা প্রথমে বাঁধন অ্যাপে লগইন করতে হবে। প্রয়োজনীয় রক্তের গ্রুপ ও হাসপাতালের তথ্য দেওয়ার পর অ্যাপ থেকে স্বয়ংক্রিয়ভাবে ৫ জন রক্তদাতার তথ্য সরবরাহ করা হবে। প্রদর্শিত হওয়া নম্বরে কল করার পর যদি কাঙ্খিত রক্তদাতা পাওয়া না যায় সে ক্ষেত্রে পুনরায় আরও ৫ জনের তথ্য চলে আসবে। এভাবে রক্তগ্রহীতা/সন্ধানকারী একবারে সর্বোচ্ছ ২৫ জনের তথ্য পর্যায়ক্রমে পাবে। এতেও যদি প্রয়োজনীয় রক্তদাতার সন্ধান না পাওয়া যায় তাহলে হাসপাতালের ঠিকানা অনুসারে পার্শ্ববর্তী বাঁধন ইউনিটে চাহিদাটি স্বয়ংক্রিয়ভাবে হস্তান্তর করা হবে এবং সংশ্লিষ্ট ইউনিট তার অ্যাপ বহির্ভূত ডোনার লিস্ট থেকে চাহিদাকৃত রক্ত সংগ্রহ করার চেষ্টা করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাঁধন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কুরবান আলী, মো. তাজুল ইসলামসহ বাঁধনের বিভিন্ন ইউনিটের সভাপতির ও সাধারণ সম্পাদক।

আল সাদী ভূঁইয়া/এমআইএইচএস/জিকেএস