থানার সীমানা প্রাচীর ভেঙে দিল ট্রাক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে থানার সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও সীমানা প্রাচীরের পাশাপাশি থানার প্রধান ফটকটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, সন্ধ্যায় ঢাকা অভিমুখী একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে এসে আশুগঞ্জ থানার সীমানা প্রাচীর ভেঙে দেয়। এতে থানার ১৫ ফুট সীমানা প্রাচীর ভেঙে যায় এবং প্রধান ফটকটি ক্ষতিগ্রস্থ হয়।
এ ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আজিজুল আলম সঞ্চয়/জেএইচ