ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আশুগঞ্জ বন্দর থেকে ৬ রুটে নৌ-চলাচল বন্ধ

প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২১ মে ২০১৬

উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে ব্রাহ্মণবাড়িয়ার জেলার সর্বত্র ভারি বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া বইছে। জেলা সদরের বাইরের প্রত্যন্ত গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এদিকে, রোয়ানুর প্রভাবে আশুগঞ্জ নৌবন্দরে সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডাব্লিওটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার পরিচালক মফিজুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ সতর্কতা জারি করা হয়।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আশুগঞ্জ নৌবন্দর থেকে ছয়টি নৌরুটে সকল প্রকার যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে রয়েছে দুই শতাধিক মালবাহী কার্গো জাহাজ। বন্ধ রয়েছে বন্দরের সকল কার্যক্রমও।

এ ব্যাপারে জানতে চাইলে আশুগঞ্জ নৌ-বন্দরের পরির্দশক (পরিবহন) মো. শাহ আলম সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে শুক্রবার বিকেল থেকেই আশুগঞ্জ নৌবন্দর থেকে ছয়টি রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। রোয়ানুর প্রভাব না কাটা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এবিএস