আ.লীগ নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ
টাঙ্গাইলে নাগরপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে। উপজেলার পাকুটিয়া বিসিআরজি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের কাগজপত্রে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামীম খানের বিরুদ্ধে স্বাক্ষর জাল করার এ অভিযোগ উঠে।
ওই স্কুলের প্রধান শিক্ষক সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডে অ্যাডহক কমিটি জমা দিতে গেলে চাঞ্চল্যকর এ তথ্য ফাঁস হয়ে যায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মতিউর রহমান খান ও প্রধান শিক্ষক মো. বজলুল করিম তাদের স্বাক্ষর জাল করার বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মতিউর রহমান খান জানান, উপজেলার বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান পাকুটিয়া বিসিআরজি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির (নিয়মিত ম্যানেজিং কমিটি) কাগজপত্র নিয়ে প্রধান শিক্ষক ঢাকা শিক্ষা বোর্ডে যান। সেখানে আগে শামীম খানকে সভাপতি করে স্কুলের একটি কমিটি জমা দিয়েছেন বলে এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এটিএম মইনুল হোসেন প্রধান শিক্ষক মো. বজলুল করিমকে জানান।
ওই সময় প্রধান শিক্ষক শামীম খান তার স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন বলে চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মোবাইল ফোনে অবহিত করেন। শিক্ষা অফিসার মো. মতিউর রহমান খান ওই আওয়ামী লীগ নেতা শামীম খানের কোনো কাগজপত্রে স্বাক্ষর করেন নি বলে শিক্ষা বোর্ডেকে জানান।
এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হলে শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষককে প্রত্যায়নপত্র দেয়ার পরামর্শ দেয়া হয়। এরপর প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম খানের জমাকৃত কাগজপত্র তাদের স্বাক্ষর নেই মর্মে শিক্ষা বোর্ডে প্রত্যায়নপত্র দিয়েছেন বলে তারা জানান।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার আরও জানান, শামীম খান ম্যানেজিং কমিটির কাগজে তাদের স্বাক্ষর জাল করে প্রতারণার আশ্রয় নিয়েছেন। তিনি এর আগে তার লোকজন দিয়ে তাকে আটকে রেখে জোরপূর্বক স্বাক্ষর নেয়ারও চেষ্টা করেন বলে অভিযোগ করেন শিক্ষা অফিসার মো. মতিয়ার রহমান খান।
এ প্রসঙ্গে পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামীম খানের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি স্বাক্ষর জাল করার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, আমি বৈধভাবে সভাপতি নির্বাচিত হয়েছি। প্রধান শিক্ষক হীন উদ্দেশ্যে কমিটি জমা না দেয়ায় বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছে।
আরিফ উর রহমান টগর/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ২ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৩ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির
- ৪ বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে: তারেক রহমান
- ৫ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইলেন তারেক রহমান