নীলফামারীতে জামায়াতের রোকনসহ গ্রেফতার ২০
নীলফামারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত পলাতক ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত জামায়াতের এক রোকনসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতর জামায়াত নেতা জেলার জলঢাকা উপজেলার কাঠালি ইউনিয়নের দেশীবাই গ্রামের মহুবুর রহমানের ছেলে আনোয়ারুল ইলাম (৩৬)।
নীলফামারী পুলিশের কন্ট্রোল রুম সূত্র জানায়, গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন জাগো নিউজকে জানায়, পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জাহেদুল ইসলাম/এসএস/এবিএস