ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে ট্রেনের পাওয়ার কারে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৩ এপ্রিল ২০২৫

গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেলস্টেশনের কাছে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে নেত্রকোনার মহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ড ঘটেছে। ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন লাগলে সাতখামাইর স্টেশনের কাছে থামানো হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবুল খায়ের।

তিনি জানান, আজ সকালে ট্রেনটি ঢাকা থেকে নেত্রকোনার উদ্দেশে যাত্রা করে। ট্রেনটি সকাল সাড়ে ৯টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকা-ময়মনসিংহ রেল রুট দিয়ে শ্রীপুর রেলস্টেশন অতিক্রমের পরপরই সাতখামাইর স্টেশনের কাছে গেলে পাওয়ার কারে আগুন লাগে। সাতখামাইর স্টেশনটি বন্ধ থাকায় সেখানে তাৎক্ষণিক যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। বিষয়টি ঢাকায় জানানো হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার রেজাউল করিম জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আমিনুল ইসলাম/এফএ/এমএস