গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কুমিল্লায় ‘গোপন বৈঠক’ থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়িতে বৈঠক পরিচালনা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া খোকা তিতাস উপজেলার দক্ষিণ নারান্দিয়া গ্রামের বাসিন্দা ও নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান। তিনি নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, গোপন বৈঠক চলাকালে দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে আরিফুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ২ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৩ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি
- ৪ সিলেটে ৪২২ চোরাই মোবাইল জব্দ, চক্রের মূল হোতাসহ আটক ৪
- ৫ নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার