বৈরী আবহাওয়া
খুঁটি ভেঙে বিদ্যুৎহীন বরুড়া উপজেলা
কুমিল্লার বরুড়ায় ঝড়ো বাতাসে পল্লী বিদ্যুতের কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। ফলে উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) মধ্যরাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চারটি খুঁটি উপড়ে পড়ে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ বরুড়া জোনাল অফিসের ডিজিএম মো. আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বরুড়া উপজেলা সদরে অধিকাংশ এলাকায় রাতে ঝড়ো বাতাসে একাধিক খুঁটি ভেঙে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এছাড়া উপজেলার সুষুন্ডা এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ পড়ে খুঁটি ভেঙে যায়। এতে রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। লাইন সচল করতে সকাল থেকে কাজ চলছে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ বরুড়া জোনাল অফিসের ডিজিএম মো. আহসান উল্লাহ জানান, রাতে ঝড়ো বাতাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তিনটি খুঁটি ভেঙে রাস্তা পড়ে। সকালে সেগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মেরামত কাজ চলছে। আশা করা যায় বিকালের মধ্যে লাইন সচল করতে পারবো।
কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, বরুড়ায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে সংযোগ চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ২ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৩ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি
- ৪ সিলেটে ৪২২ চোরাই মোবাইল জব্দ, চক্রের মূল হোতাসহ আটক ৪
- ৫ নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার