কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবক আটক
বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ
কুমিল্লার টমছমব্রিজ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- চাঁদপুরের মতলব উপজেলার নয়াকান্দি গ্রামের সোহাগ মোল্লা (২৬), কুমিল্লা সদর উপজেলার রিয়াজ হোসেন (২৮) এবং সদর দক্ষিণ উপজেলার খাইরুল হাসান (৩০)।
- আরও পড়ুন
ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা, চূড়ান্ত শুনানি ১৯ জুন
অনুমতি ছাড়া রংপুর মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ
পুলিশ জানায়, একটি সিএনজি অটোরিকশায় করে টমছমব্রিজ এলাকায় যাচ্ছিলেন তারা। সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হলে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটক তিনজনের বিরুদ্ধেই থানায় একাধিক মামলা রয়েছে।
আটক যুবকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
জাহিদ পাটোয়ারী/কেএসআর