মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মোবাইলে গেম খেলতে গিয়ে জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে সুভাষ নামের এক (২৭) যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) দিনগত রাত ১১টার দিকে সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুভাষ ওই গ্রামের গণেশের ছেলে।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, সুভাষ আমার বাসায় কাজ করতেন। কাজ শেষে বাসায় গিয়ে রেললাইন বসে মোবাইলে গেম খেলছিলেন। এ সময় একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
আল মামুন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার