ট্রাকচাপায় প্রাণ গেলো স্বামীর, হাসপাতালে স্ত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তার পেছনে থাকা স্ত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টায় মহাসড়কের উপজেলার সৈয়দপুর ডুবাইরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন দাস সন্ধ্যায় জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন। তিনি কুমিল্লা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ধনেশ্বর এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী সাখাওয়াত হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে তারা দুজন ছিটকে পড়ে যান। এসময় ঘটনাস্থলেই সাখাওয়াতের মৃত্যু হয়।
আহত হন তার স্ত্রী। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান