ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে কমেছে মুরগির দাম, সবজি চড়া

জেলা প্রতিনিধি | সিলেট | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ২৫ জুন ২০২৫

সিলেটে এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। তবে সবজির দাম এখনও চড়া।

বুধবার (২৫ জুন) সিলেটের বন্দরবাজার, আম্বরখানা ও মদিনা মার্কেট ঘুরে বাজারের এ তথ্য পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে মোরগের দাম ছিল ১৫০ টাকা। এছাড়া ৪০ টাকা কমে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। গত সপ্তাহে প্রতিকেজি সোনালি মোরগ ২৬০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মদিনা মার্কেট এলাকার মুরগি ব্যবসায়ী সজিবুল হোসেন জানান, ঈদের পরে মুরগির চাহিদা কমায় দাম কিছুটা কমেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আরও ১০-১৫ টাকা কমেছে।

সিলেটে কমেছে মুরগির দাম, সবজি চড়া

অন্যদিকে বাজারে এখনও চড়া দামে সবজি বিক্রি হচ্ছে। প্রতিকেজি পটল ৪০ টাকা, ঝিঙা ৬০ টাকা, করোলা ৬০ টাকা, কাঁকরোল ৪০ টাকা, কচুমুখী ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, শসা ৪০-৫০ টাকা, টমেটো ৮০-১০০ টাকা, কুমড়া প্রতিপিস ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও প্রায় একই দামে এসব সবজি বিক্রি হয়েছে। তবে কয়েকটি সবজির দাম কিছুটা বেড়েছে।

আম্বরখানা এলাকার সবজি বিক্রেতা আবদুল্লাহ জানান, এ সময়ে সবজির দাম সব সময় চড়া থাকে। তবে ঈদ পরবর্তী সময়ে সবজির দাম কিছুটা বেড়েছিল। তা এখনও অব্যাহত রয়েছে। আরও কয়েক সপ্তাহ গেলে কিছু সবজির দাম কমবে।

আহমেদ জামিল/আরএইচ/জিকেএস