ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ০৩:৩৭ এএম, ০৬ জুন ২০১৬

রাজবাড়ী সদরে নারকেল বোঝাই ট্রাকের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের চন্দনী ইউনিয়নের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়নের বাগমারা এলাকার ভ্যানচালক সামাদ মোল্লা (৪৫) ও একই ইউনিয়নের মর্জ্জৎকোল এলাকার কলা ব্যবসায়ী রহিম সরদার (৫২)।

রাজবাড়ী ফায়ার স্টেশন কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত এসে আমরা উদ্ধার কাজ চালায়।

পাংশা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি বরিশাল থেকে কুষ্টিয়া যাচ্ছিল। জেলার বাগমারা এলাকায় পৌঁছালে ট্রাকটি একটি ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালকসহ দুইজন মারা যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করা যায়নি।

রুবেলুর রহমান/এসএস/পিআর

আরও পড়ুন