ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে পুরোহিতকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৪:৪৮ এএম, ০৭ জুন ২০১৬

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষাভাগাড় এলাকায় আনন্দ গোপাল গাঙ্গুলি ওরফে নন্দ (৬৫) নামে এক হিন্দু পুরোহিতকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টর দিকে এ ঘটনা ঘটে।

আনন্দ গোপাল সদর উপজেলার কোরতীপাড়া গ্রামের সত্য গোপাল গাঙ্গুলির ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকালে আনন্দ গোপাল গাঙ্গুলি ঝিনাইদহের নলডাঙ্গা মন্দিরে পূজা করতে যাচ্ছিলেন। পথিমধ্যে নলডাঙ্গা ইউনিয়নের মহিষা ভাগাড় এলাকায় মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে এবং তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা  করে পালিয়ে যায়।

প্রতিবেশী নীল রতর জানান, আনন্দ গোপাল বাড়িতে বাড়িতে গিয়ে পূজা অর্চনা করে বেরাতেন। তার কোনো শত্রু ছিল না।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী জানান, এ ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস

আরও পড়ুন