বাগেরহাটে বৃক্ষমেলায় সৌদি খেজুরের চারা বিক্রির ধুম
বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের নজর কাড়ছে সৌদি আরবের খেজুরের চারা। মরিয়ম, একলাছ, আজুয়া ও খালাছ এই জাতের চারাগুলো ঘিরেই জমে উঠেছে আগ্রহ।
জেলার জনপ্রিয় ‘ষাটগম্বুজ সৌদি খেজুর নার্সারি’ এসব চারা নিয়ে এসেছে মেলায়। অনেকেই বলছেন, এটি শুধু গাছ নয়, একটি সম্ভাবনার নাম।
মঙ্গলবার (১৫ জুলাই) বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। শনিবার বিকেলে মেলা ঘুরে দেখা যায়, ফলদ বনজ ও ঔষধী মিলে দুই শতাধিক প্রজাতির গাছের ভিড়ে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ছে সৌদি আরবের খেজুরের চারাগুলো। সৌদি আরবের মরিয়ম, একলাছ, আজুয়া, খালাছ জাতের চারাগুলো ঘিরে দর্শনার্থী ও ক্রেতাদের ব্যাপক আগ্রহ।

খেজুরের এই চারা নিয়ে মেলায় এসেছে জেলার আলোচিত নার্সারি ‘ষাটগম্বুজ সৌদি-টোজুরী নার্সারি’। নার্সারির পরিচালক শেখ আব্দুল হালিম বলেন, ২০১৮ সাল থেকে সৌদি খেজুর নিয়ে কাজ করছি। প্রতি বছর বৃক্ষমেলায় অংশ নিই। এবারও ভালো সাড়া পাচ্ছি। মরু এলাকার গাছ হলেও আমাদের পরিবেশে যত্ন নিলে ফলন হচ্ছে। তিন থেকে চার বছরের মধ্যে ফল আসে। চারা ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করছি।
তিনি আরও জানান, তার নার্সারিতে প্রতিদিন ৬০ থেকে ৭০টি চারা বিক্রি হচ্ছে এবং দেশের বিভিন্ন জেলাতেও তিনি পাঠাচ্ছেন।
আব্দুল হালিম বলেন, ৫২ শতক জমিতে ১০০-১২০টি গাছ লাগানো গেলে বছরে লাখ লাখ টাকা আয় করা সম্ভব। বেকার যুবকদের জন্য এটি লাভজনক ও সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে।

মেলায় গাছ কিনতে আসা লামিয়া সুলতানা বলেন, সৌদি খেজুরের চারা এই মেলায় দেখে অবাক হয়েছি। ভাবতেই পারিনি আমাদের বাগেরহাটে এরকম চারা পাওয়া যাবে।
মো. কামাল হোসাইন, মেলায় ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, বাগেরহাটে এবার খেজুরের নার্সারি বেশ আলোচনায়। অনেকেই বলছে এই গাছ আমাদের এলাকায় ভালো ফলন দিচ্ছে। একটা করে কিনেছি।
রামপাল থেকে মেলায় ঘুরতে আসা তালেব শেখ বলেন, বাগেরহাটে আসছিলাম, এসে দেখি যে বৃক্ষমেলা হচ্ছে। ঢুকে দেখি সৌদি আরবের খেজুরের চারা বিক্রি হচ্ছে। আমি দুইটা খেজুরের চারা কিনেছি। ফেসবুকে দেখেছি, এই খেজুরের চারার বেশ চাহিদা রয়েছে। দুইটা কিনে নিয়ে দেখি যদি ভালো ফলন হয় তাহলে বাণিজ্যিকভাবে শুরু করবো।
এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ২ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৩ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক
- ৪ কুষ্টিয়ার বিষাক্ত অ্যালকোহল পানে কলেজছাত্রের মৃত্যু
- ৫ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের মরদেহ ফিরিয়ে দিলো ভারত