দেওয়ানগঞ্জে বন্য হাতির আক্রমণে দুইজনের মৃত্যু
ফাইল ছবি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যহাতির আক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার ডাংধরা ইউনিয়নের পূর্ব পাথরেরচর গ্রামে বন্যহাতির দলকে তাড়াতে গিয়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ডাংধরা ইউনিয়নের পাথরের চর গ্রামের মৃত জাবেদ ফকিরের ছেলে আব্দুল লতিফ (৫০) ও পাররামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামের জহুরুল ইসলাম (৫৫)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত থেকে প্রায় ৭০/৮০টি বন্যহাতির একটি বিশাল দল ভারতীয় সীমান্ত পেরিয়ে দেওয়ানগঞ্জের সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরেরচর, পূর্ব পাথরেরচর ও মধ্যেরচর গ্রামে ঢুকে ফসল বিনষ্ট করছিলো।
বুধবার সকাল ৯টা থেকে পাথরেরচর, পূর্ব পাথরেরচর, কুমারেরচর, মধ্যেরচর, ডিগ্রীরচর এবং পার্শ্ববর্তী পাররামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামের প্রায় পাঁচ শতাধিক লোক একত্রিত হয়ে বন্যহাতির দলকে তাড়ানোর চেষ্টা করে। এ সময় হাতির দল গ্রামবাসীকে পাল্টা আক্রমণ করলে লোকজন দৌড়ে পালানোর সময় আব্দুল লতিফ মাটিতে পড়ে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
অপরদিকে হাতির পালকে তাড়ানোর পরও ওই গ্রামেগুলোয় আরো প্রায় ৮/১০টি হাতি থেকে যাওয়ায় দুপুর ২টার দিকে গ্রামবাসী আবারো একত্রিত হয়ে হাতির দলকে তাড়াতে যায়। এ সময় হাতিগুলো পাল্টা আক্রমণ করে ঝাউডাঙ্গা গ্রামের জহুরুল ইসলামকে আছড়ে মারে এবং পিষ্ট করে হত্যা করে।
এদিকে এখনো ডাংধরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে বন্যহাতির দল অবস্থান করায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
শুভ্র মেহেদী/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে