কিশোরগঞ্জের দুটি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আবু হানিফ এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে শফিকুল ইসলাম শফিককে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন দলটির সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা।
প্রথম ধাপে গণঅধিকার পরিষদ দেশের ৩০০ আসনের মধ্যে ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করে। এরমধ্যে কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে দুটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।
গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী আবু হানিফ বর্তমানে দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী শফিকুল ইসলাম শফিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
প্রার্থী ঘোষণা হওয়ার আগ থেকেই হানিফ ও শফিক নিজ নিজ নির্বাচনী এলাকায় ট্রাক মার্কা প্রতীকে গণসংযোগ, পথসভা ও মতবিনিময়সহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবু হানিফ বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও দেশের মানুষ দুই দলের দুঃশাসনে ক্ষতিগ্রস্ত। মানুষ এখন অনেক বেশি সচেতন ও পরিবর্তন প্রত্যাশী। তারা আর কালো টাকা ও পেশিশক্তির রাজনীতি চায় না। যদি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তবে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি আশাবাদী।
এসকে রাসেল/জেডএইচ/জেআইএম