খুলনায় করোনা ভাইরাসে দুজনের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত দুদিনে দুই রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খালিশপুরের রতিকান্ত ডাকুয়া (৮৫) নামে একজন মারা যান।
এরপর বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মো. রকমান (২৫) নামে এক যুবকের।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, বুধবার রাত সাড়ে ১১টায় মো. রকমান নামে এক যুবক খুমেক হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এছাড়া হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রতিকান্ত ডাকুয়া নামে একজন বৃদ্ধের মৃত্যু হয়।
আরিফুর রহমান/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক, প্রস্তাব মন্ত্রণালয়ে
- ২ মিয়াকোর ওয়াশিং মেশিন কিনলেই ৪০ হাজার টাকার ১০ পণ্য ফ্রি
- ৩ ‘ভোট দিন, বিয়ে সহজ করে দেবো’—তরুণ ভোটারদের স্বতন্ত্র প্রার্থী আশা মণি
- ৪ নিহত জামায়াত নেতা রেজাউল করিমের জানাজায় মানুষের ঢল
- ৫ ১৭ বছর আ’লীগ আমার অনেক ক্ষতি করলেও কোনো দুর্নীতি পায়নি