নড়াইলে বজ্রপাতে রাখালের মৃত্যু
প্রতীকী ছবি
নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের নবগঙ্গা নদীর তীরে রাখাল অতুল কুমার রায় (৫৫) বজ্রপাতে মারা গেছেন। শনিবার গভীর রাতে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
অতুল যশোর সদর থানার নরেন্দ্রপুর গ্রামের মৃত.মতিলাল রায়ের ছেলে। এ সময় ২৪টি শূকরের মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাহিরডাঙ্গা গ্রামে শূকর পালের রাখাল যশোরের মনিরামপুর থানার শ্যাম মন্ডল (৫০), স্বপন তরফদার (৫০), স্বরুপ মন্ডল (২২), পরিতোষ মন্ডল (৫৫) ও অতুল কুমার রায় (৫৫) তাবুতে অবস্থান করছিলেন। এ সময় অতুল রায় প্রকৃতির ডাকে তাবুর বাইরে গেলে বজ্রপাতে তিনি মারা যান। অন্যরা তাবুতে জ্ঞান হারান। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গণি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একই সময় বড় কালিয়া গ্রামের বকুল শেখের গোয়াল ঘরের ওপর বজ্রপাতে প্রায় দেড় লাখ টাকার দু’টি ষাঁড়ের মৃত্যু হয়েছে।
হাফিজুল নিলু/এসএস/এমএস