গাইবান্ধায় পরাজিত প্রার্থীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পরাজিত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী হামলায় আহত আবদুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে সোয়া ৫টার দিকে তার মৃত্যু হয়।
আবদুর রহমান ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আবদুল গণির মিয়ার বড় ভাই। তিনি গজারিয়া ইউনিয়নের গলনার চর এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত ৭ জুন সন্ধ্যায় ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের লাঙ্গল প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী ও মেম্বার প্রার্থী বেলাল হোসেন তার কর্মী-সমর্থকদের হামলায় আবদুর রহমান, ফুলছড়ি থানার চার সদস্য পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন।
ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার জানান, আহতদের মধ্যে মেম্বার গণি মিয়া তার বড় ভাই আবদুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহমানের মৃত্যু হয়।
হামলার ঘটনায় ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জামাল উদ্দিন বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে ফুলছড়ি থানায় মামলা দায়ের করেন।
অমিত দাশ/এআরএ/পিআর