ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে চোরকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৮:০৪ এএম, ১৪ জুন ২০১৬

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াতে আফছার আলী (৩৫) নামে এক চোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত আফছার আলী (৩৫) একই এলাকার মোক্তার হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, আফছার আলী এলাকার আলোচিত চোর। মাঝে-মাঝেই চুরি করে ধরা পড়তো। হঠাৎ সোমবার গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ধুকুরিয়া বিল এলাকায় ফেলে রেখে যায়। মঙ্গলবার সকালে মরদেহটি দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে গুরুত্বের সঙ্গেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে বেলকুচি থানায় মামলা হয়েছে।

বাদল ভৌমিক/এসএস/পিআর

আরও পড়ুন