ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে গৃহকর্মীকে অমানুষিক নির্যাতন : গ্রেফতার ১

প্রকাশিত: ০৮:৪৬ এএম, ১৪ জুন ২০১৬

তাজিম। বয়স সাত। হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। আশপাশে কেউ নেই। শীর্ণ হাত-পা, চোখে-মুখে আতঙ্কের ছাপ। পেটের নিচে কিডনির জায়গায় কাটা দাগ, ডান হাতে লোহার রড ঢুকানো, হাটু দুইটি ফুলে গেছে, মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন।

এক কথায় পুরো দেহজুড়ে কাটার সাদা দাগ। ঠিকানা বিহীন শিশুটিকে গত দুইদিন আগে অজ্ঞাত এক ব্যক্তি হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেন।

এদিকে, তাজিমকে গোপনে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করার অপরাধে হাতীবান্ধা থানা পুলিশ উপজেলার বাড়াইপাড়া গ্রামের আব্দুল হাই মাস্টারের ছেলে রাজু মিয়াকে (৩০) আটক করেন।

তাজিম জানায়, কাজ করতে না পারায় গৃহকর্ত্রী এমি আক্তার লোহার রড উত্তপ্ত করে ছ্যাঁকা দিয়েছেন। চাকু দিয়ে প্রতিদিন আমার দেহে আঘাত করেন। রড দিয়ে আমার একটি হাত ভেঙে দেয়। প্রতিদিন চলে অমানুষিক নির্যাতন।

জানা গেছে, লালমনিহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের রুস্তম খন্দকারে মেয়ে এমি আক্তার (৩০) ও তার স্বামী ব্যবসায়ী শিমুল মিয়া (৪০) আট মাস আগে তাজিমকে (৭) গৃহকর্মীর কাজে নেন। কাজ করতে না পাড়ায় উত্তরার ভাড়া বাসায় চলে প্রতিদিন অমানুষিক নির্যাতন।

এর আগে এমি আক্তার তার নিজ গ্রাম পূর্ব সিন্দুর্নার গ্রামের জালাল উদ্দিনের মেয়ে নাছিমা খাতুনকে গৃহকর্মীর কাজে নিয়ে অমানুষিক নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে।

তাজিম পাটগ্রাম উপজেলার জতবেড় ইউনিয়নে টংটিং ডাঙ্গা গ্রামের ইউছুফ আলী ও আশা খাতুনের মেয়ে। বর্তমানে সে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তাজিমের মা আশা খাতুন জানান, অভাবের তাড়নায় আট মাস আগে আমার মেয়েকে জগতবের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুর মাস্টারের মাধ্যমে ঢাকায় পাঠায়। তিনি আরও বলেন, তারা ঢাকা কোথায় থাকেন জানি না।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি কুমার গৃহকর্মী নির্যাতনের ঘটনার সত্যতা নিশ্চত করে জাগো নিউজকে বলেন, উত্তরার পশ্চিম থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রবিউল হাসান/এসএস/পিআর

আরও পড়ুন