মেহেরপুর পৌর মেয়রকে হত্যার হুমকি
মেহেরপুরের পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে পৌরসভা কার্যালয়ে পাঠানো একটি পার্সেল থেকে এ হুমকি বার্তাটি আসে।
মেয়র মোতাছিম বিল্লাহ মতু জানান, দুপুর ১২টার দিকে পৌরসভায় তার নিজস্ব কার্যালয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে পিয়ন এসে একটি পার্সেল দিয়ে যায়। প্যাকেটটি খুলে তার মধ্যে একটি সাদা কাফন ও তাকে প্রাণনাশের হুমকিসম্বলিত একটি চিঠি দেখতে পান তিনি।
চিঠিটি ঢাকার ধানমন্ডি ঝিগাতলা থেকে রনি নামের এক ব্যক্তি পাঠিয়েছে। ঈদের দিন ঈদগাহ ময়দানে তাকে হত্যার হুমকি ও ঈদগাহেই তার জানাজা হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। এ ঘটনার পর নিজের নিরাপত্তা চেয়ে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ব্যক্তিগত কোন দ্বন্দ্বের জের ধরে কেউ কাজটি করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করা হবে বলে জানান তিনি।
আতিকুর রহমান টিটু/এসএস/পিআর