ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘গ্রামীণ উন্নয়নের অনুপ্রেরণার দৃষ্টান্ত’ আকসা

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৫

পটুয়াখালীর কমলাপুরে ঔষধি বৃক্ষরোপণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ছয় হাজারেরও বেশি ঔষধি গাছ রোপণ করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় কমলাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত কমলাপুর ইউনিয়নের চাকরিজীবী ও প্রবাসীদের নিয়ে গঠিত ‌‘আমরা কমলাপুর সন্তান (আকসা)’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ছালাম মৃর্ধা। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ তারেক হাওলাদার এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) মো. সাজেদুল ইসলাম।

আয়োজকরা জানান, তরুণ-তরুণী, স্বেচ্ছাসেবী ও গ্রামবাসীর অংশগ্রহণে রোপণ করা হয় ছয় হাজারেরও বেশি ঔষধি গাছ, যা গ্রামীণ পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এক ‘সবুজ বিপ্লবের’ সূচনা করেছে। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় ও দরিদ্র শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়েছে। এতে স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে আকসা’র স্বাস্থ্য সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. রিফাত তামান্না প্রমি চিকিৎসা সেবা প্রদান করেন।

‘গ্রামীণ উন্নয়নের অনুপ্রেরণার দৃষ্টান্ত’ আকসা

চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় নারী কুলসুম বেগম বলেন, এখানে এসে ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়ে খুব ভালো লাগছে। আমাদের মতো দরিদ্র মানুষের জন্য এটি অনেক উপকারের।

কমলাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল ছালাম মৃর্ধা বলেন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় গড়ে ওঠা এই উদ্যোগ ‘গ্রামীণ উন্নয়নের অনুপ্রেরণার দৃষ্টান্ত’ হিসেবে কাজ করবে। আমি আমার ইউনিয়নের সবাইকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগের জন্য।

অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার বলেন, এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ সমাজে বড় ভূমিকা রাখে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা কমলাপুরের লোকজন যদি এভাবে সহযোগিতা করে, তাহলে ইউনিয়নের অসহায় মানুষ আরও উপকৃত হবে।

মাহমুদ হাসান রায়হান/কেএইচকে/এমএস