ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জঙ্গিদের এক চুলও ছাড় দেয়া হবে না

প্রকাশিত: ০৮:১৩ এএম, ২১ জুন ২০১৬

সম্প্রতি দেশে গুপ্ত হামলা নিয়ে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগুন সন্ত্রাসী ও গুপ্ত হত্যাকারীরা নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করে সভ্যতা ও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে শত্রু মোকাবলায় কোনো ভুল ত্রুটি করলে তা সংশোধন করা হবে।

মঙ্গলবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে জাসদের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।  

এসময় মন্ত্রী হুঁশিয়ারি বক্য উচ্চারণ করে বলেন, জঙ্গিদের একচুলও ছাড় দেয়া হবে না।

মন্ত্রীর সঙ্গে এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এফএ/পিআর