ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে আলী কদর (৩২) ও শৈলকুপা উপজেলার বড়দা গ্রামের মাছুদ রানার স্ত্রী রোজিনা খাতুন (২৯)।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রাতে ঝিনাইদহ থেকে আলমসাধু যোগে সাধুহাটীর দিকে যাওয়ার সময় আমের চারা এলাকায় আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর সিটকে পড়ে। এতে ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে আলী কদরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায়।
এদিকে, শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানায়, রোজিনা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যায়।
আহমেদ নাসিম আনসারী/এসএস/এবিএস