গাইবান্ধা কারাগারে হাজতির মৃত্যু
গাইবান্ধা কারাগারে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত রানা চৌধুরী (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রানা চৌধুরীর বাড়ি গাইবান্ধা শহরের ভিএইড রোড়ের মমিনপাড়ায়। তিনি ওই এলাকার মৃত জোসেফ চৌধুরীর ছেলে।
গাইবান্ধা জেলা কারাগার সূত্রে জানা যায়, রানা চৌধুরী মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। গত দুই মাস ধরে তিনি কারাগারে আছেন। বৃহস্পতিবার রাতে বুকে ব্যাথা অনুভব করেন রানা।
রাতেই কারা কর্তৃপক্ষ তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
গাইবান্ধা জেল সুপার মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ বিকেলে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
অমিত দাশ/এআরএ/এমএস