ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিশু সাজিদের খোঁজে আবারও গর্তে নামানো হচ্ছে ক্যামেরা

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০১:০০ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। অভিযানের অংশ হিসেবে আবারও ওই গর্তে ক্যামেরা নামানো হচ্ছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় ক্যামেরা নামানো শুরু হয়।

এর আগে ঘটনাস্থল থেকে ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম।

তিনি বলেন, বিশ্বের কোথাও এমন কোনো প্রযুক্তি নেই যে, এত গভীর গর্ত থেকে তাৎক্ষণিক কাউকে উদ্ধার করবে। গর্তটি প্রায় ২০০ ফুট গভীর। নিরাপত্তার খাতিরে আমরা পাশে গর্ত করে অনুসন্ধান চালাচ্ছি। বিভিন্ন উন্নত দেশেও এত গভীরে পৌঁছাতে ৭৫-৭৮ ঘণ্টা সময় লাগে।

তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে ৩৫ ফুট পর্যন্ত গর্তে ক্যামেরা পাঠানো হলেও কিছু দেখা যায়নি। এখন ৪৫ ফুট পর্যন্ত নামতে পেরেছে ফায়ার সার্ভিস। আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছি। পদ্ধতিগত কোনো ভুলও এখানে নেই।

রাজশাহীর তানোরে ওই গভীর গর্তে দুই বছরের একটি শিশু পড়ে যায়। তাকে উদ্ধারে বুধবার থেকেই কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

সাখাওয়াত হোসেন/এফএ

টাইমলাইন

  1. ১১:৩১ এএম, ১২ ডিসেম্বর ২০২৫ অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
  2. ১০:২৬ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ অচেতন অবস্থায় উদ্ধার সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা
  3. ০৯:১৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার
  4. ০১:০০ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ শিশু সাজিদের খোঁজে আবারও গর্তে নামানো হচ্ছে ক্যামেরা
  5. ১১:৩০ এএম, ১১ ডিসেম্বর ২০২৫ শিশু সাজিদের খোঁজে ৪৫ ফুট গভীরে ফায়ার সার্ভিস, এখনো হয়নি শনাক্ত
  6. ০৭:৪৯ এএম, ১১ ডিসেম্বর ২০২৫ ১৮ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ
  7. ১০:০৯ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ ৩৫ ফুট খনন শেষ, শিশুটিকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা ফায়ার সার্ভিসের
  8. ০৭:০৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ শিশুটি জীবিত আছে বলে ধারণা, ভেকু দিয়ে উদ্ধারের চেষ্টা
  9. ০৫:০৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ ৫০ ফুট গভীর নলকূপে পড়ে গেছে দুই বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা