নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল শুরু
ফাইল ছবি
প্রশাসন এবং বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের পর নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর বিভাগী কমিশনার কার্যালয়ে এক বৈঠক শেষে দুই জেলার বাস মালিক সমিতির নেতারা এই সিদ্ধান্ত নেন।
পাশাপাশি আগামী ঈদ পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করা হলেও ঈদের পর সমঝোতা না হলে পুনরায় ধর্মঘটের ডাক দেয়ার ঘোষণা দেয়া হয়।
এর আগে বাস মালিকদের দ্বন্দ্বের জেরে নাটোর-রাজশাহী রুটে দ্বিতীয় দিনের মতো বুধবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে। এতে ঈদে ঘরমুখো মানুষরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।
উলেখ্য, বুধবার দুপুরে নাটোর বাস টার্মিনালে রাজশাহী বাস মালিকের ঢাকায় চলাচলকারী ন্যাশনাল ও দেশ ট্রাভেলসের দুইটি কাউন্টার বন্ধ করে দেয়া হয়। আর এরই জের ধরে রাজশাহীতেও নাটোর মালিকদের বাসগুলো বন্ধ করে দেয়া হলে নাটোর-রাজশাহী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে বন্ধ হয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সঙ্গে নাটোর হয়ে ঢাকার সরাসরি বাস চলাচল।
নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, দুই মালিক সমিতির নেতাদের নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক খলিলুর রহমান ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিরোধ নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার বিকেলে রাজশাহী ও নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে বিভাগীয় কমিশানের কার্যালয়ে এক বৈঠক ডাকা হয়। বৈঠকে দুই সমিতির নেতারা বিরোধ নিষ্পত্তিতে একমত হওযায় ধর্মঘট প্রত্যাহার করে নেয় তারা।
রেজাউল করিম রেজা/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা