ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে যুবলীগ নেতা কারাগারে

প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০১ জুলাই ২০১৬

ঝালকাঠি শহরের কুমারপট্টি এলাকা থেকে ফেনসিডিলসহ আটক যুবলীগ নেতা জাহাঙ্গির হোসেন ওরফে কালা জাহাঙ্গীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার দুপুরে সদর থানার উপপরিদর্শক (এসআই) নোমান তাকে আদালতে সোপর্দ করলে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জায়েদ আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার কালা জাহাঙ্গীরকে ৮ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ।

আটক যুবলীগের নেতা কালা জাহাঙ্গীর শহরের বান্দাঘাট এলাকার মৃত হাশেম খানের ছেলে। তিনি ঝালকাঠি জেলা যুবলীগের সদস্য ও স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি। স্থানীয় পুলিশের তালিকাভুক্ত এ মাদক ব্যবসায়ী ইতোপূর্বেও একাধিক বার মাদকসহ গ্রেফতার হয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নোমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন-১০র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল শহরের কুমারপট্টিস্থ পূবালী ব্যাংকের সম্মুখ অবস্থান নেয়। এ সময় যুবলীগের নেতা মাদক ব্যবসায়ী কালা জাহঙ্গীরকে শপিং ব্যাগে ফেনসিডিল ডেলিভারি দেয়ার সময় হাতেনাতে আটক করে।

এ ব্যাপারে এপিবিএনের এসআই দাউদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেছেন।

আতিকুর রহমান/এফএ/এমএস