ঝালকাঠিতে বিএনপির ইফতারে আন্দোলনে প্রস্তুতির আহ্বান
ঝালকাঠি জেলা বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠানে আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। শনিবার শহরের ব্র্যাক মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে ইফতারের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বক্তৃকালে বলেন, ঈদের পরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্দোলনের ডাক দিবেন। এসময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নুরুল আলম গিয়াস, যুগ্ম সম্পাদক নুর হোসেন, আনিচুর রহমান খান হেলাল, কৃষি বিষয়ক সম্পাদক রুস্তম আলী খান চাষী, শহর সভাপতি অনাদী দাস, ঢাকাস্থ ঝালকাঠি ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ সবুজ, বিএনপি নেতা নলছিটির সাবেক পৌর মেয়র মজিবুর রহমান, রবিউল হোসেন তুহিন, অ্যাডভোকেট ফয়সাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুবিন, তাজুল ইসলাম তাজু, জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আতিকুর রহমান/এফএ/আরআইপি