ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জঙ্গিদের কোনো ধর্ম নেই : শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৩ জুলাই ২০১৬

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, রাজধানীর গুলশানে যে জঙ্গিরা হামলা করেছে, তারা মানবতা বিবর্জিত কাজ করেছে। ইসলাম কখনোই জঙ্গিবাদ, নাশকতা ও হত্যাকে পছন্দ করে না। যারা ইসলামের নামে জঙ্গিবাদ করে মূলত তাদের কোনো ধর্ম নেই। তারা ইসলামের নাম ব্যবহার করে জঙ্গিবাদ করে।

রোববার বিকেলে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান প্রমুখ।

এর আগে ঝালকাঠি পৌরসভা চত্বরে পৌর এলাকার হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন মন্ত্রী। এসময় পাঁচ হাজার ৩৪১ জনের মাঝে ২০ কেজি করে চাল প্রদান করা হয়।

আতিকুর রহমান/এআরএ/এমএস