ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগ নেতার ভাইকে জবাই করে হত্যার দায় স্বীকার

প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৩ জুলাই ২০১৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আওয়ামী লীগ নেতার ভাইকে জবাই করে হত্যা করার দায় স্বীকার করেছে ঘাতক শামীম আহম্মদ। টাকা চেয়ে না পেয়ে আওয়ামী লীগ নেতার ভাই কুতুবউদ্দিনকে (৬৫) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আদালতে দায় স্বীকার করে সে।

রোববার বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ১৬৪ ধারায় শামীমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছেন। এর আগে আদালত থেকে তাকে ৫ দিনের রিমান্ড নেয় পুলিশ।

কোর্ট পুলিশের এসআই শাখাওয়াত হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, শামীম প্রায় সময় কুতুবউদ্দিনের কাছ থেকে প্রয়োজনে টাকা চেয়ে নিত। ঘটনার দিনও কুতুবউদ্দিনের কাছে শামীম কিছু টাকা চায়। কুতুবউদ্দিন টাকা দিতে অস্বীকৃতি জানালে শামীম ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে তাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। শামীম আহম্মদ কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার আবুল বাশার মণ্ডলের ছেলে।

উল্লেখ্য, ২৮ জুন রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় কুতুবউদ্দিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। নিহত কুতুবউদ্দিন ফরাজিকান্দা এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। নিহতের ছোট ভাই বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলার দায়ের করেন।

শাহাদাত/ এমএএস/পিআর