নাটোরে ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত : স্বামী আহত
নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্ত্রী জিনাত রেহানা নিহত হয়েছেন। আহত হয়েছেন স্বামী জিয়া আহমেদ। রোববার দুপুরে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিনাত রেহানা চাঁপাইনবাবগঞ্জের শান্তিবাগ এলাকার আব্দুস সালামের মেয়ে।
ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সামা জানান, ঈদ শেষে দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ফিরছিলেন স্বামী-স্ত্রী। পথিমধ্যে নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় রাজশাহীগামী দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্ত্রী জিনাত রেহানা নিহত হন এবং আহত হন তার স্বামী জিয়া আহমেদ।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (পশ্চিমাঞ্চল) হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত জিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
রেজাউল করিম রেজা/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা