সিংড়ায় আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেফতার
প্রতীকী ছবি
নাটোরের সিংড়ায় গোপন বৈঠকের সময় মিজানুর রহমান নামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি ল্যাপটপ ও তিটি জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোরে বড়বারইহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান বড়বারইহাটি এলাকার মেহের আলী মাস্টারের ছেলে।
সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত দাস জানান, সিংড়া উপজেলার বড়বারইহাটি এলাকায় আনসারুল্লাহ বাংলা টিমের ৬/৭ জন সদস্য বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বাকিরা পালিয়ে গেলেও মিজানুর রহমানকে আটক করা হয়।
মিজানুর রহমানের ব্যবহৃত একটি ল্যাপটপ ও তিনটি জিহাদি বই উদ্ধার করা হয়। সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে মিজানুর রহমান জড়িত কি না সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
রেজাউল করিম রেজা/এফএ/এমএসি/এমএফ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা