শৈলকুপায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় অছিম আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে শৈলকুপার গাড়াগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অছিম আলী কৃষ্ণনগর গ্রামের ছমির উদ্দিন জোয়ার্দ্দারের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে অছিম আলী বাইসাইকেলে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশের মধ্যস্থতায় সড়ক থেকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
এদিকে ঘাতক ট্রাকটি কয়েক কিলোমিটার দূরে গিয়ে ভাটই বাজার থেকে পুলিশ আটক করেছে।
আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ