বিপথগামী সন্তানদের ফিরিয়ে আনতে হবে : মায়া
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেছেন, ইসলামকে রক্ষা করতে হলে বিপথগামী সন্তানদের ফিরিয়ে আনতে হবে।
বুধবার চাঁদপুর স্টেডিয়াম মাঠে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এই হোক আমাদের অঙ্গীকার।
তিনি আরো বলেন, আপনারা যারা মসজিদের ইমাম তারা আমাদের নেতা। আপনাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস রয়েছে। আমাদের বিশ্বাস আপনাদের রক্ষা করতে হবে। আমাদের বিশ্বাস যেন নষ্ট না হয় সেদিকে আপনাদের সজাগ থাকতে হবে।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আলী আজগরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, পুলিশ সুপার শামছুন্নাহার, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প পরিচালক মো. মজিবুল্লাহ ফরহাদ।
এ সময় বক্তব্য রাখেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাওলানা আবুল কালাম আজাদ, চেয়ারম্যাঘঘাট বাইতুল আমিন জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুদ্দিন খোকন, চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক গোলাম মোস্তফা প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিষ্ণদী দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওয়ানা জসিম উদ্দিন।
ইকরাম চৌধুরী/এসএস/এমএস