ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে` একজন নিহত

প্রকাশিত: ০৩:২০ এএম, ২৪ জুলাই ২০১৬

নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গায় পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে` অস্ত্র মামলার আসামি মিজানুর রহমান মিজান কাজী (৩৪) নিহত হয়েছেন।

রোববার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থকে একটি সাটারগান, চার রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মিজান নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামের রতন কাজীর ছেলে।

পুলিশ জানায়, অস্ত্র ডাকাতিসহ একাধিক মামলার আসামি মিজানকে শনিবার রাতে গোপালগঞ্জ জেলা শহর থেকে গ্রেফতার করা হয়। পরে মিজানকে গোপালগঞ্জ থেকে নড়াগাতিতে আনার পথিমধ্যে পহরডাঙ্গা বালুমাঠ এলাকায় তার সহযোগী তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ পাল্টা আক্রমণ করলে `বন্দুকযুদ্ধে` মিজান নিহত হয়।

নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মিজানের নামে নড়াইলের নড়াগাতি থানায় ৬টি ডাকাতি মামলাসহ বাগেরহাটের মোল্লারহাট থানা এবং গোপালগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

হাফিজুল নিলু/এফএ/এমএস

আরও পড়ুন