সীমান্ত সম্মেলনে যোগ দিতে ত্রিপুরায় বিজিবি প্রতিনিধি দল
সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধি দল।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব আঞ্চলিক সদর দফতরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিমের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ২০ সদস্যের প্রতিনিধি দলটি আগরতলায় প্রবেশ করে।
এ সময় বিজিবির প্রতিনিধি দলের প্রতিটি সদস্যকে আখউড়া-আাগরতলা সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
সীমান্ত সম্মেলনের ব্যাপারে জানতে চাইলে ১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী সাংবাদিকদের বলেন, ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত আগরতলালয় দু’দেশের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সীমান্তের নানা সমস্যা নিয়ে আলোচনা করা হবে। এ সীমান্ত সম্মেলনের মাধ্যমে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
বিজিবির প্রতিনিধি দলে আরো রয়েছেন- বিজিবি সদর দফতরের স্টাফ অফিসার খন্দকার ফরিদ হাসান, উত্তর-পূর্ব আঞ্চলিক সদর দফতরের (সরাইল) কমান্ডার মো. খালেকুজ্জামান, শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার জাকির হোসেন, রাঙামাটি সেক্টরের কমান্ডার মো. আশরাফুল ইসলাম, কুমিল্লা সেক্টরের কমান্ডার গাজী মো. আহসানুজ্জামান ও ময়মনসিংহ সেক্টরের কমান্ডার মো. শাহরিয়ার রশীদ প্রমুখ।
আজিজুল সঞ্চয়/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ২ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৩ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির
- ৪ বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে: তারেক রহমান
- ৫ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইলেন তারেক রহমান