স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
প্রতীকী ছবি
নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী শারমিন আক্তার সাথীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী তুষার ইমরান তুফানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় অপর তিন অভিযুক্তকে বেকসুর খালাস দেয়া হয়। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১১ জুন বাগাতিপাড়া উপজেলার পাকা দক্ষিণপাড়া গ্রামের আকসেদ আলীর মেয়ে শারমিন আক্তার সাথীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী তুষার ইমরান তুফান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তুষার ইমরান তুফানসহ চারজনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর বিচারক মামলার শুনানি শেষে রোববার নিহতের স্বামী তুষার ইমরান তুফানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এসময় অপর অভিযুক্তদের বেকসুর খালাস প্রদান করা হয়। ঘটনার পর থেকে আসামি তুষার ইমরান তুফান নাটোর কারাগারে আটক।
রেজাউল করিম রেজা/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা