ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোর জনসেবা হাসপাতালকে জরিমানা

প্রকাশিত: ১০:৫১ এএম, ২৪ জুলাই ২০১৬

চিকিৎসক সংকটসহ নানা অনিয়মের অভিযোগে নাটোরে জনসেবা হাসপাতালের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান হাসপাতালটির মালিক ডা. আমিরুল ইসলামের কাছ থেকে জরিমানা আদায় করেন।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, দুপুরে শহরের মাদরাসা মোড়ের জনসেবা হাসপাতালে অভিযান চালায় র‌্যাব-৫ এর একটি দল। এসময় হাসপাতালটিতে চিকিৎসক সংকটসহ নানা অনিয়মের অভিযোগ ধরা পড়ে। এছাড়া অপারেশন থিয়েটারে একই সিরিঞ্জসহ যন্ত্রপাতি একাধিকবার ব্যবহার করার অভিযোগ পান ভ্রাম্যমাণ আদালত।

পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নায়িরুজ্জামন হাসপাতালটির মালিক ডা. আমিরুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করেন। এসময় অতিরিক্ত বেড অপসারণ, প্রয়োজনীয় জনবল নিয়োগসহ যাবতীয় সমস্যা সমাধানে হাসপাতালটির মালিককে এক মাসের সময় বেঁধে দেয়া হয়।

রেজাউল করিম রেজা/এআরএ/এবিএস