আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া তার উদ্ধার
ব্রাহ্মণাবড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রর অধীনে নবনির্মিত ৪৫০ মেগাওয়াট সাউথ ইউনিট থেকে চুরি যাওয়া প্রায় ১ টন তামার তার উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার জগদিশপুর থেকে অভিযান চালিয়ে এসব তার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ ও বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের অধীনে নবনির্মিত ৪৫০ মেগাওয়াট সাউথ ইউনিটের প্রায় ১ টন তামার তার চুরি করে নিয়ে যায়। পরে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ মৌখিকভাবে চুরি যাওয়ার বিষয়টি আশুগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। এরপর সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার জগদীশপুর গ্রামে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া তামার তারগুলো উদ্ধার করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আজিজুল সঞ্চয়/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ২ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৩ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির
- ৪ বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে: তারেক রহমান
- ৫ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইলেন তারেক রহমান