ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:০১ এএম, ২৯ জুলাই ২০১৬

সংস্কারের দাবিতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা।

এলাকাবাসী জানায়, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের উত্তর নারায়ণপুর থেকে বৈডাঙ্গা বাজার পর্যন্ত এক কিলোমিটার রাস্তা দেড় বছর পার হয়ে গেলে মেরামত করা হয়নি।

জানা গেছে, ২০১৫ সালের এপ্রিল মাসের প্রথম দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। দেড় বছরে ওই মহাসড়কের কিছু অংশে কাজ করা হলেও ওই দুই কিলোমিটার রাস্তা এখনো মেরামত করা হয়নি। রাস্তার উপর সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। যে কারণে প্রতিনিয়ত সেখানে ঘটছে দুর্ঘটনা।

সড়ক সংস্কার করা হবে পুলিশের এমন আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

আহমেদ নাসিম আনসারী/এসএস/পিআর

আরও পড়ুন