ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বোমা ফাটিয়ে ৩৮ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৯ জুলাই ২০১৬

পিরোজপুরের কাউখালীতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আহত ব্যবসায়ীরা হলেন, বানারিপাড়া উপজেলার অসীম কুন্ডু (৫০) ও স্বরুপকাঠি উপজেলার চালের আড়ৎদার বাবুল সাহা (৫৫)।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে এ ছিনতায়ের ঘটনা ঘটে। এ সময় আহত অসীম কুন্ডু ও বাবুল সাহার কাছ থেকে ৩৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বত্তরা।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুল সাহা ও অসীম কুন্ডু কাউখালী বাজারের দিন টাকা কালেকশন করে বাসে উঠার অপেক্ষা করছিলেন। এ সময় উপজেলার কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা দুই ব্যবসায়ীকে কুপিয়ে দুইজনের সঙ্গে থাকা ৩৮ লাখ টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়।

পরে ব্যবসায়ীদের চিৎকারে সাধারণ মানুষ এগিয়ে এলে বোমা ফাটিয়ে পালিয়ে যায় যায় দুর্বৃত্তরা। আহতদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীরা গুরুত্বর আহত হয়েছেন। তবে টাকার পরিমাণ সঠিকভাবে এখনো জানা যায়নি।

হাসান মামুন/এএম/এমএস