ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপরে

প্রকাশিত: ১২:৫১ পিএম, ৩০ জুলাই ২০১৬

গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়াসহ সবগুলো নদীর পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। তবে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি এখনও বিপদসীমার অনেক উপরে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বন্যা কবলিত সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার প্রায় সাড়ে ৩ লাখ লোক এখন পানিবন্দী।
 
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বন্যা কবলিত ৪টি উপজেলার ৩৩টি ইউনিয়নের ২৩৪টি গ্রামের দুর্গত মানুষদের আশ্রয়ের জন্য ৯৩টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। ওইসব আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে ১১ হাজার ৪১ জন লোকসহ গবাদি প্রাণি আশ্রয় নিয়েছে।

ত্রাণ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ২৬ লাখ টাকা ও সাড়ে ৮শ মে. টন চাল এবং ১ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ পাওয়া গেছে। সেসব ত্রাণ সামগ্রী দুর্গত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে।
 
এদিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া শনিবার গাইবান্ধার বন্যা কবলিত ফুলছড়ি ও সাঘাটার বিভিন্ন এলাকাসহ উদাখালী ইউনিয়নের সিংড়িয়ায় ভেঙে যাওয়া ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি ১ হাজার ২শ পরিবারের মধ্যে চাল এবং অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

জেলা প্রশাসক মো. আব্দুস সামাদও ওই দুটি উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

অমিত দাশ/এমএএস/আরআইপি