ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কষ্টের নাম ৩০ কিলোমিটার

প্রকাশিত: ০৬:২৫ এএম, ৩১ জুলাই ২০১৬

লালমনিরহাটের একমাত্র আঞ্চলিক মহাসড়ক লালমনিরহাট-বুড়িমারী সড়ক। এ সড়কের প্রায় ৩০ কিলোমিটার জুড়ে খানাখন্দে ভরা। অনেক পথচারী এ সড়কের নাম রেখেছেন লালমনিহাটের কষ্টের নাম ৩০ কিলোমিটার।

জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি দিয়ে প্রতিদিন লাখো মানুষের চলাচল। সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ ছোট-বড় যানবাহন চলাচল করছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পলাশী, কাকিনা এলাকায় রাস্তার ঠিক মাঝ পথে ট্রাক বিকল হয়ে দুইটি জায়গায় পড়ে আছে। উদ্ধারের কোনো ব্যবস্থা নেই। রাস্তা বন্ধ থাকায় মালবাহী ট্রাকগুলো দীর্ঘ লাইন হয়ে দাঁড়িয়ে আছে। কালীঞ্জ,কাকিনা, পলাশী, নামুড়ি পর্যন্ত মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার জুড়ে রাস্তার বেহাল দশা। প্রতিদিনেই ঘটছে দুর্ঘটনা।

road

লালমনিরহাটের বড়বাড়ী থেকে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক দিয়ে পেটের দায়ে, ঝুঁকি নিয়ে চালকরা গাড়ি চালাচ্ছেন। রাস্তার বেহাল দশায় বুড়িমারী স্থলবন্দরের পণ্য পরিবহন করতে না পাড়ায় আমদানি ও রফতানি ব্যাহত হচ্ছে বলে অনেক সিএনএফ ব্যবসায়ীরা জানান।

লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত ১০৫ কিলোমিটার মহাসড়ক রয়েছে। কয়েকটি ধাপে এ মহাসড়কের সংস্কার কাজ শুরু করা হয়েছে। ১৭ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে চলতি বছরের ১১ মে মাসে ঠিকাদারি প্রতিষ্ঠানের সংস্কার কাজ শুরু করার কথা থাকলেও বৃষ্টির অজুহাতে এখনও কাজ শুরু করতে পারেনি। অথচ চলতি বছরের ১০ নভেম্বর কাজ শেষ করার কথা রয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের ট্রাকচালক আজিজুল ইসলাম জানান, মহাসড়কের বড় বড় গর্ত দেখা দিয়েছে। ট্রাকে মালামাল পরিবহন করা খুবই কষ্টকর। প্রতিদিন রাস্তায় ট্রাক বিকল হয়ে পড়ে।

road

হানিফ এন্টারপ্রাইজের চালক আবদুল কুদ্দুস বলেন, যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত বড় বড় গর্তের ওপর দিয়ে গাড়ি চালাতে হচ্ছে।

লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের সহ-প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, বৃষ্টির কারণে ঠিকাদার কাজ শুরু করতে পারছেন না। আবহাওয়া শুষ্ক হলে কাজ শুরু হবে।

রবিউল হাসান/এসএস/এমএস

আরও পড়ুন