শেরপুর বিদ্যুৎ অফিসে শ্রমিকদের তালা
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রুপান্তর করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য শেরপুরে বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ শেরপুর শাখার আহ্বানে বুধবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের মূল গেটসহ অফিসের বিভিন্ন সেক্টরে তালা ঝুলিয়ে দেন শ্রমিকরা। এ সময় সব ধরনের কার্যক্রম বন্ধ করে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
জাতীয় শ্রমিক লীগ শেরপুর শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা তিনঘণ্টা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। দাবি আদায় না হওয়া পযর্ন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
হাকিম বাবুল/এএম/পিআর