ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ০৪:৪০ এএম, ০৫ আগস্ট ২০১৬

ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আলম নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার ভোররাতে ভারতের ৪/৫শ গজ ভিতরে বিএসএফএর গুলিতে তিনি নিহত হন। নিহত আলম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আব্দুস সামাদ গামার ছেলে। মরদেহটি তার সঙ্গীরা বাংলাদেশের ভিতরে নিয়ে এসেছে।

ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তাজুল ইসলাম জানান, বাঘাডাঙ্গা সীমান্ত পার হয়ে ১০/১২ জনের একদল গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। গরু ব্যবসায়ীরা ওপারের বর্ণবাড়িয়া বিএসএস ক্যাম্প এলাকায় গেলে বিএসএফ তাদের বাঁধা দেয়।

এসময় বিএসএফের উপর গরু ব্যবসায়ীরা হামলা চালালে বিএসএফ গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে আলম নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়। মরদেহটি তার সঙ্গীরা বাংলাদেশের ভিতরে নিয়ে এসেছে।

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এবিএস

আরও পড়ুন