ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে মাদক সম্রাট গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৪ এএম, ০৬ আগস্ট ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারের মাদক সম্রাট নামে খ্যাত ইদ্রিস আলীকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে বাদেডিহী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ইদ্রিস আলী বাদেডিহী গ্রামের মৃত ফজের আলীর ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ইদ্রিস আলী বারবাজার এলাকায় মাদক সম্রাট নামে খ্যাত। তিনি দীর্ঘদিন ধরে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে ফরিদপুর সদর, ভাঙ্গা থানাসহ অন্যান্য জেলাতেও একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরো একটি ওয়ারেন্ট আছে। বারবাজার ক্যাম্প পুলিশ তাকে গ্রেফতার করেছে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/আরআইপি

আরও পড়ুন